18 January 2015

সামাজিক যোগাযোগের শীর্ষেই আছে ফেসবুক

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে এখনো শীর্ষেই রয়েছে ফেসবুক। এ ছাড়া বয়স্ক ব্যক্তিদের মধ্যেও সাইটটি ব্যবহারের প্রবণতা বাড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্য গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের এক হাজার ৫৯৭ জন ইন্টারনেট ব্যবহারকারীকে
নিয়ে এই জরিপ করেছিল পিউ রিসার্চ। জরিপে দেখা গেছে, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে বয়স্কদের মধ্যে ৭১ শতাংশ ফেসবুক ব্যবহার করেছেন, যা ২০১৩ সালে ছিল ৬৩ শতাংশ। ফোর্বস ম্যাগাজিনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

জরিপে দেখা গেছে, ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে ফেসবুক ব্যবহার বেড়েছে। ৫৬ শতাংশ ফেসবুক ব্যবহারকারীর বয়স ৬৫ বা তার চেয়ে বেশি। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে বয়স্কদের মধ্যে লিঙ্কডইন ও পিন্টারেস্ট ব্যবহারকারীর হার ২৮ শতাংশ।

অবশ্য বয়স্কদের মধ্যে খুদেবার্তার ব্লগ সাইট টুইটারের ব্যবহার কমে গেছে। ২০১৩ সালে যেখানে ৪৬ শতাংশ বয়স্ক ব্যবহারকারী টুইটার ব্যবহার করতেন, ২০১৪ সালে তা কমে ৩৬ শতাংশে নেমে এসেছে।
১৮ থেকে ২৯ বছর বয়সী ইন্টারনেট ব্যবহারকারীর ৫৩ শতাংশের পছন্দ ইনস্টাগ্রাম, যার মালিকও ফেসবুক।
পিউ রিসার্চের করা জরিপে আরও দেখা গেছে, ৪৫ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী ফেসবুকে দিনের মধ্যে একাধিকবার ঢোকেন। অবশ্য ইন্টারনেট ব্যবহারকারীরা এখন আর শুধু ফেসবুকের ওপরই নির্ভরশীল নন। জরিপে দেখা গেছে, ৫২ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী ফেসবুকের পাশাপাশি একাধিক সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে যান যা ২০১৩ সালের তুলনায় ১০ শতাংশ বেশি।




উৎসঃ www.prothom-alo.com