18 January 2015

এক শরীরে ৯৪ আইফোন!

এক ব্যক্তির শরীর তল্লাশি করে পাওয়া গেল ৯৪টি আইফোন-৬। চীনের এক স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ম্যাশএবল জানিয়েছে, ৯৪টি আইফোন-৬ ওই ব্যক্তির
শরীরের বিভিন্ন স্থানে সাঁটানো ছিল। অস্বাভাবিক দাঁড়ানোর ভঙ্গি আর হাঁটার ধরনের কারণে কাস্টমস অফিসারদের নজরে পড়েন ওই পাচারকারী।
২০১৪ সালের অক্টোবর মাস থেকে চীনের অ্যাপল স্টোরে কিনতে পাওয়া যাচ্ছে নতুন আইফোন। তারপরও দেশটির বাজারে আইফোন চোরাচালানকারীদের দৌরাত্ম কমছে না। চীনের বাজারে প্রাথমিক অবস্থায় প্রতিটি চোরাই আইফোন প্রায় হাজার ডলার দামে বিক্রি হয়েছে।
আটককৃত ফোনগুলো ঠিক কোন জায়গা থেকে কেনা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ম্যাশএবল। তবে কাস্টমস অফিসারদের হিসাব অনুযায়ী আটক করা আইফোনগুলোর বাজারমূল্য ৪৯ হাজার ডলারেরও বেশি।



উৎসঃ www.bd-pratidin.com