19 January 2015

নতুনদের জন্য সহজেই টাকা আয় করার উপায় PTC


PTC আয়ের অন্যতম সহজ মাধ্যম। অনেকেই আছে যারা PTC কে অনেক ছোট ও নিম্নমানের কাজ মনে করে। এই ধারণা একেবারেই ভুল। প্রথম একমাস-দুই মাস PTC site গুলো থেকে আয় আসলেই অনেক কম হয়। আর এই কম আয় দেখে ৯০% মানুষ PTC থেকে দূরে চলে যায়। PTC কে অবহেলা মনে করে। তারা ভুলে যায় অনলাইনে আয় করতে হলে আপনি যে কাজই করেন না কেনো আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া অনলাইনে আয় করে কেউ সফল হয়নি। অনলাইন এমন কোন যায়গা না যেখানে আপনি এক রাতে লাখপতি হয়ে যাবেন। PTC site গুলোতে কাজ করে দিনে ১-১৫০$ আয় করে এরকম অনেকেই আছেন।
যেহেতু তারা পেরেছেন সেহেতু আপনিও পারবেন। শুধু দরকার মনের প্রবল ইচ্ছা।
যারা বলে PTC তে আয় অনেক কম আসেন তাদের জন্য একটা সহজ হিসাব করি-
১ টা সাইট থেকে ১ দিনে আয় ০.০৬$
৫ টা সাইট থেকে ১ দিনে আয় ০.০৬*৫=০.৩০$
১০ টা সাইট থেকে ১ দিনে আয় ০.০৬*১০=০.৬০$
তাহলে একমাসে আপনার আয় কত হচ্ছে ?
৫ টি সাইট থেকে ০.৩০*৩০=৯$ ( এটা প্রথম মাসের আয়, প্রতি মাসে ধিরে ধিরে বাড়বে )
১০ টি সাইট থেকে আয় ০.৬০*৩০=১৮ $
আমার মনে হয় নতুন হিসেবে এটা একটা ভালো আয়, আর ধিরে ধিরে তো বাড়বেই। এখনও কি PTC কে অবহেলা করবেন??
অনলাইনে রয়েছে অনেক ভালো PTC site যারা আপনাকে টাকা দিবে আর রয়েছে অনেক scam ptc site যারা আপনাকে টাকা দিবেনা।তাই আপনার প্রথম কাজ হবে ভালো PTC site গুলো খুজে বের করা আর শুধুমাত্র সেগুলোতেই কাজ করা।
ভালো কথা, টাকা তুলবেন কিভাবে? বাংলাদেশে পেপ্যাল সাপোর্ট করে না। কিন্তু পেজা সাপোর্ট করে। আপনি চাইলে ভেরিফাইড পেজা একাউন্ট পেতে পারেন। আবার আনভেরিফাইড দিয়েও কাজ চালাতে পারে।
পেজা একাউন্ট খোলার ব্যাপারে জানতে এখানে ক্লিক করুন
আসুন এবার ভালো ( যেগুলো আপনাকে টাকা দিবে) PTC site গুলো চিনে নেই

১।.PAIDVERTS:
                           একে ২০১৫ এর সেরা পিটিসি সাইট বলা যায়। ২০১৪ এর এপ্রিল থেকে এটা শুরু হয়েছে। বার এখনো ভালোই চলছে। পিটিসি সাইটগুলোর মধ্যেই এটাই প্রতি ক্লিকে সবচেয়ে বেশী টাকা দেয়। এরা প্রতি ক্লিকে ১ ডলার পর্যন্ত ও দিয়ে থাকে। তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরে তাদের সাথে কাজ করতে হবে। প্রথমাবস্থায় এমাউন্ট কম হলেও সব ছেড়ে ছুড়ে চলে যেতে পারবেন না।
এখানে ক্লিক করুন পেইডভারটসে জয়েন করতে।
অথবা, নিচের ছবিতেও ক্লিক করতে পারেন।
PaidVerts


২.NEOBUX :
                       এটা পিটিসি জগতের পুরোনো ও পরীক্ষিত সাইট। ২০০৫ সাল থেকে ওরা কাজ করে যাচ্ছে। এদের বিরুদ্ধে কোন স্ক্যাম এর অভিযোগ কখনোই পাওয়া যায় নি। ওরা তুলনামূলক কম টাকা দিলেও টাকা পাবেন নিশ্চিত এবং খুবই কম পরিশ্রমে। প্রয়োজন শুধু ধৈর্যের।
এখানে ক্লিক করুন নিউবাক্সে জয়েন করতে
 অথবা, নিচের ছবিতেও ক্লিক করতে পারেন।


৩. Ojooo:
                এটা জার্মানি এর সেরা পিটিসি সাইট। এটা অনেকটা নিউবাক্স এর মতই। এদের বিরুদ্ধে স্ক্যাম এর কোন অভিযোগ পাওয়া যায়নি। এরা নিউবাক্স এর চেয়েও ভালো পে করে। রেফারেল সিস্টেম আছে।
ওজো তে জয়েন করতে এখানে ক্লিক করুন।
অথবা নিচের ছবি তে ক্লিক করুন।




৪.CLIXSENSE :
                             পিটিসির ইতিহাসে আরেক পরীক্ষিত নাম ক্লিক্সেন্স। এরা ২০০৭  এর ফেব্রুয়ারী থেকে এখনো ভালোভাবেই চলছে। এটা অনেকটা নিউবাক্সের মতোই পুরোনো আর কাজের পদ্ধতিও অনেকটা একই। শুধু ধৈর্য , একটা কম্পিউটার আর নেট কানেকশান থাকলেই হল। বসে পরুন, আর লেগে যান আউটসোরসিং এ। কিছু বাড়তি আয় হলে মন্দ কি?
ক্লিক্সেন্সে জয়েন করতে ক্লিক করুন এখানে  
অথবা, নিচের ছবিতেও ক্লিক করতে পারেন।


টাকা তো আয় হলো। কিন্তু তুলবেন কিভাবে?
পেজা একাউন্ট দিয়ে। কিভাবে পেজা একাউন্ট খুলতে হয় জানতে এখানে ক্লিক করুন।