19 January 2015

এবার হিন্দু নারীদেরকে ৫ সন্তান দেওয়ার ডাক

হিন্দুত্ব রক্ষার্থে হিন্দু নারীদেরকে কতটি সন্তান নেওয়া উচিত এ নিয়ে মন্তব্য করে ফের বিতর্কের জন্ম দিলেন আরেক বিজেপি সাংসদ। পশ্চিমবঙ্গের বীরভূমের শ্যামল গোস্বামী নামে ওই সাংসদ এবার প্রত্যেক হিন্দু নারীকে পাঁচ সন্তান জন্ম দেওয়ার
আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে এক জনসভায় আজ এ আহ্বান জানান তিনি।
চলতি মাসের শুরুর দিকে ভারতের উত্তরপ্রদেশের সাক্ষী মহারাজ নামে এক বিজেপি সাংসদ হিন্দু নারীদেরকে কমপক্ষে চার সন্তান জন্মদানের আহ্বান জানিয়েছেন। হিন্দু পুরোহিতদের এক সমাবেশে এ মন্তব্য করেছিলেন তিনি। তার এমন মন্তব্য দেশজুড়ে ও বিরোধীদলগুলোর মাঝে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিল। এমনকি সাক্ষী মহারাজকে গতকাল বিজেপির তরফ থেকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে। বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহের নির্দেশেই নাকি এ নোটিশ প্রদান করা হয়েছে।
শ্যামল গোস্বামী ওই সমাবেশে বলেন, 'আমি আমার সকল হিন্দু মা ও বোনকে বলতে চাই যে তারা যদি পাঁচটি সন্তান না নেয় তাহলে ভবিষ্যতে ভারতের জনমিতিতে কোনো ভারসাম্য থাকবে না। আমাকে ভুল বুঝবেন না। যদি আমার মা ও বোনরা পাঁচটি সন্তান না নেয়, তাহলে ভবিষ্যতে ভারতে হিন্দুই খোঁজে পাওয়া যাবে না। হিন্দুত্ব ও সনাতন ধর্ম রক্ষার্থে পাঁচটি সন্তান জন্ম দেওয়া প্রত্যেক হিন্দুর জন্য জরুরি হয়ে উঠেছে।'
গোস্বামীর এমন মন্তব্যে রাজ্যের বিরোধীদলগুলোর মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে।





উৎসঃ www.bd-pratidin.com