18 January 2015

ওয়ান প্লাসের শীর্ষে!

চীনের স্মার্টফোন নির্মাতা ওয়ান প্লাস এরই মধ্যে প্রযুক্তিবিশ্বে তেলেসমাতি দেখাতে শুরু করেছে। গত বছরে ১০ লাখ ইউনিটের বেশি বিক্রি হয়েছে ওয়ান প্লাস ওয়ান। ২০১৪ সালের ‘ফ্ল্যাগশিপ কিলার’ স্মার্টফোন
হিসেবে সুনাম কেড়েছে ওয়ান প্লাসের ওয়ান স্মার্টফোনটি।
গত বছরের নভেম্বর মাসেই এক মিলিয়ন বা ১০ লাখ স্মার্টফোন বিক্রির লক্ষ্যের কথা জানিয়েছিল চীনা এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। গত বছরের জুন মাস থেকে বিক্রি শুরু হয় ওয়ান প্লাস স্মার্টফোনটির।
সাড়ে পাঁচ ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনটির সামনে ৫ ও পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
ওয়ান প্লাসের ২৫ বছর বয়সী সহ প্রতিষ্ঠাতা কার্ল পেই সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস ২০১৫ উপলক্ষে পিসি ওয়ার্ল্ডের কাছে তাঁদের স্মার্টফোন বিক্রির তথ্য জানান। ভবিষ্যতে ওয়ান প্লাস গ্রাহক সেবা ও পরিচালনা কার্যক্রম বাড়াবে বলেও ঘোষণা দেন তিনি। এ ছাড়া নতুন প্রজন্মের ওয়ান প্লাস ওয়ান ফ্ল্যাগশিপ স্মার্টফোন এ বছরের দ্বিতীয় বা তৃতীয় প্রান্তিকের মধ্যেই বাজারে আসবে বলে ঘোষণা দেন কার্ল পেই।
ওয়ান প্লাস ওয়ান ছাড়াও আরেকটি ভিন্ন মডেলের মুঠোফোন বাজারে ছাড়া হবে বলে কার্ল পেই জানান। তিনি বলেন, ‘আমরা ভিন্নধারার গ্রাহক তৈরি করতে পেরেছি। যাঁরা যন্ত্রাংশের চেয়ে নকশাকে গুরুত্ব দেন বেশি, তাঁদের জন্য আমরা আছি। কাস্টম রম ও অ্যান্ড্রয়েড ললিপপনির্ভর স্মার্টফোন শিগগিরই আসছে। ’




উৎসঃ www.prothom-alo.com