18 January 2015

আই পি হাইড করুন সহজেই মাত্র ২.৫ এমবি এর একটা ফাইল দিয়ে

আমাদের অনেক সময় আইপি লুকিয়ে বা হাইড করে ব্রাউজ করার প্রয়োজন হয়। আমাদের দেশে যে সাইট গুলো ব্লকড, আমরা সাধারন ভাবে সেগুলো দেখতে পারি না। কিন্তু আই পি হাইড করে যদি অন্য কোন দেশের আইপি নিয়ে সেই সাইট ব্রাউজ করি তাহলে ঠিকই দেখতে পাবো। যারা ফ্রীল্যান্সার আছেন, তাদের কাছে তো আইপি হাইড করার গুরুত্ব অনেক। হ্যাকিং করার সুবিধার্থে অনেকে আই পি লুকিয়ে রাখেন। আবার গুগল এডসেন্সে এপ্লাই করলে ইউএস জিমেইল আইডি দিয়ে সহজেই পাওয়া যায়। সেক্ষেত্রে ইউ এস আইপি এর জিমেইল ঠিকানা খুলতে ও আইপি হাইড করার প্রয়োজন হয়।

বাজারে প্রচলিত অনেক আইপি হাইড এপ্লিকেশন আছে। কিন্তু অনেক এপ্লিকেশনেই ম্যালওয়্যার এ ভরপুর। তাছাড়া সব গুলো ঠিক মত কাজ ও করে না। কুকিজ লুকিয়ে রাখতে পারে না, যার কারণে যে কারণে আইপি লুকানো হল, সেটাই ভেস্তে যায়।
আজ যে সফটওয়ার টার কথা বলবো, সেটা হল- ইজি আইপি হাইড ভিপিএন ২
এটা ইজি আইপি হাইড ভিপিএন এর আপগ্রেডেড ভারসন। এটা দিয়ে খুব সহজেই আপনি আইপি হাইড করতে পারবেন। ডাউনলোড করে ইন্সটল করে নিলে এটা নিজে থেকেই কানেক্ট হবে। আর আপনি আপনার পছন্দ মত দেশ কাস্টমাইজ করে সে দেশের আইপি নিতে পারবেন। প্রয়োজনে ডিস্কানেক্ট ও করে রাখতে পারবেন।
এখানে লিংক দিলাম। তবে ডাউনলোড করার জন্য ছোট একটি সারভে কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করুন
প্রশ্নগুলোর উত্তর দিন। সারভে শেষ করলে ডাউনলোড বাটন আনলক হবে।
সাথে থাকুন। যদি এই পোস্ট আর সফটওয়ার টা কাজে লেগে থাকে ভালো লাগবে।