18 January 2015

শৈত্য প্রবাহ মঙ্গলবার আসছে, তৈরী তো?

আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে দেশে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া আজ রবিবার দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা
খুবই কম।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক জানান, প্রতিবছর শীতকালে হালকা বৃষ্টিপাত হয়। এটা স্বাভাবিক ঘটনা। এখন থেকে আগামী কয়েক রাত তাপমাত্রা নিচের দিকে নামতে থাকবে। এরপর ২০ জানুয়ারি থেকে একটি মৃদু শৈতপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসময় সিলেট ও শ্রীমঙ্গল অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে নিচে নামতে পারে বলে জানান আবহাওয়াবিদ মল্লিক।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলসহ কিছু জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



উৎসঃ www.bd-pratidin.com