19 January 2015

খুন না করায় শাস্তি!

চুক্তিভিত্তিক হত্যাকাণ্ডের জন্য টাকা নিয়েও খুন না করায় ২১ বছর বয়সী এক যুবককে জরিমানা করেছে নরওয়ের একটি আদালত! প্রতারণার অভিযোগে তাকে এক হাজার ৩০০ ডলার জরিমানা করা হয়।
১৭ বছর বয়সী এক কিশোরীকে
হত্যার জন্য সমবয়সী এক যুবকের কাছ থেকে টাকা নিয়েছিলেন ওই যুবক। টাকা নেয়ার পর চুক্তিভিত্তিক হত্যাকান্ড ঘটানোর কাজটি সম্পাদনের কোন ইচ্ছা অভিযুক্ত তরুণের মধ্যে দেখা যায়নি। তাই তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয় আদালতে।
ওই যুবক তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে জরিমানা পরিশোধ করেছেন। এদিকে চুক্তিভিত্তিক খুনের জন্য টাকা দেওয়ার অভিযোগে ২ বছর জেল দেওয়া হয়েছে মূল পরিকল্পনাকারীকে। ২১ বছর বয়সী ওই যুবক স্বীকারোক্তিতে বলেছেন, ১৭ বছর বয়সী এক কিশোরী তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি তাকে হত্যা করতে চেয়েছিলেন। স্বীকারোক্তি দেওয়ায় তার শাস্তি অনেকটা লাঘব করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ওই কিশোরীকে খুন করার জন্য প্রায় ৮ হাজার ডলার দেওয়ার কথা বলা হলেও টাকা নেওয়া যুবকের দাবি তাকে ৫ হাজার ৩০০ ডলার দেওয়া হয়।




উৎসঃ www.bd-pratidin.com