19 January 2015

ভারতীয় কাকের উপদ্রবে নাকাল কেনিয়া!

আফ্রিকার দেশ কেনিয়ার উপকূলীয় শহর মোম্বাসার বাসিন্দারা এখন চরম বিড়ম্বনার মাঝে বাস করছেন। আর এর কারণ কাকের উপদ্রব। তবে শুনে অবাক হবেন যে এই কাকগুলো এসেছে ভারত উপমহাদেশ থেকে। এরা
ছোঁ মেরে নিয়ে যাচ্ছে খাবার, যেখানে সেখানে ছুঁড়ে ফেলছে এঁটো-কাঁটা। এমনকি তাদের জ্বালায় অন্যান্য পাখি শহরে টিকতে পারছে না বলে জানাচ্ছেন মোম্বাসায় বিবিসি সংবাদদাতা। তিনি বলছেন, মোম্বাসার আকাশে এখন শুধুই কাক আর কাক।
সংশ্লিষ্টরা বলছেন, ইন্ডিয়ান হাউস ক্রো নামের এই জাতের কাক পূর্ব আফ্রিকার আদি বাসিন্দা নয়। এদের আদি নিবাস ভারত উপমহাদেশে। বর্জ্য সমস্যার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ১৮৯০ সালের দিকে এই কাক পূর্ব আফ্রিকার বিভিন্ন শহরে ছেড়ে দেয়া হয়।
খাবারের প্রাপ্যতা আর যত্রতত্র আবর্জনা ফেলে রাখার সুবাদে এই কাকের জনসংখ্যায় বিস্ফোরণ ঘটে। মুখরোচক খাবারেই শুধু ভরে মন। তবে ইদানীং ফেলে দেয়া খাবারের চেয়ে এইসব কাকের নজর এখন স্বাদু আর দামী খাবারের দিকে। সমস্যা এতটাই বড় আকার ধারণ করেছে যে মোম্বাসার কোন কোন রেস্টুরেন্টে পেশাদার কাক-তাড়ুয়া নিয়োগ করতে হয়েছে।






উৎসঃ www.bd-pratidin.com