18 January 2015

সাবু কাটলেট

উপকরনঃ
  • সাবু ১৫০ গ্রাম, 
  • আলু ১০টা 
  • ধনেপাতা কুচনো ১ আঁটি, 
  • নুন স্বাদমত, 
  • ভাজা জিরে ণ্ডঁড়ো ৪ টেবিল চামচ, 
  • কাঁচা লঙ্কা ৪টি, 
  • পাউরুটি জলে ভেজানো ৪টুকরো, 
  • আদা ১ চামচ, 
  • তেল।

প্রণালীঃ
  1. সাবু ভালো করে ধুয়ে ঘনটাখানেক ভিজিয়ে রাখুন। 
  2. আলু সিদ্ধ করে নিন, 
  3. পাউরুটি সাবু আলু একসঙ্গে চটকে মাখুন। 
  4. আদা কাচালঙ্কা ধনেপাতা কুচিয়ে সাবু আলুর মিশ্রণের সঙ্গে মেখেনিন। 
  5. নুন ভাজা জিরে ণ্ডঁড়ো এতে দিয়ে মেখে কাটলেটের আকারে গড়ে নিন। 
  6. ফ্রাইপ্যানে তেল গরম করে কাটলেট গুলো ভেজে গরম গরম খেতে দিন।